Breaking

Saturday, April 4, 2020

ভারতের তাবলিগে জামাতে

ভারতের দিল্লির নিজামউদ্দিন মার্কাজ মসজিদের সেই তাবলিগ জামাতে যোগ দেয়া গত দুদিনে ৬৪৭ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সরকার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভি।
ভারতের স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ১৪টি রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে। ওই জমায়েতে যোগ দেয়া অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। ভারতে মোট করোনায় আক্রান্তের ৯৫০ জনের বেশিই এখন দিল্লির ওই তাবলিগ জামাতে যোগ দেয়ার ফলে সংক্রমিত হয়েছে বলে প্রতীয়মাণ হচ্ছে।
জানা গেছে, গত মাসে নিজামুদ্দিনের ওই মাকার্য মসজিদের জমায়েতে ভারত ছাড়াও অন্যান্য দেশ থেকেও বহু অভ্যাগত যোগ দিয়েছিলেন‌। করোনাভাইরাস নিয়ে সতর্কতার মধ্যেই জমায়েত হয়েছিল। জমায়েত শেষের পরেও অনেকে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম না মেনে ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। সব মিলিয়ে প্রায় ৯,০০০ জন যোগ দিয়েছিলেন সেখানে।
এদিকে জমায়েতে যোগ দেয়া ব্যক্তিদের খোঁজে ভারতের অনেক রাজ্যই এখন তল্লাশি চলছে। তামিলনাডুতে ২৬০ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন যারা মসজিদের ওই জামাতে ছিলেন। একইভাবে দিল্লিতে ২৫৯ জন আক্রান্ত হয়েছেন।
শুক্রবার উত্তরপ্রদেশে ১৭২ জন নতুন করোনাভাইরাস পজিটিভের সন্ধান পাওয়া গেছে, যাদের মধ্যে ৪২ জনই সেই তাবলিগ জামাতে গিয়েছিলেন। অন্ধ্রপ্রদেশে ১৪০ জন আক্রান্তের মধ্যে ১০৮ জন দিল্লির জামাতে গিয়েছিলেন। রাজস্থানে এ সংখ্যা ২৩।
সুত্র: সময়নিউজ

No comments:

Post a Comment