Breaking

Wednesday, May 19, 2021

ইজরাইল - ফিলিস্তিন দ্বন্দ্ব (১ম পর্ব)

 ইজরাইল - ফিলিস্তিন মধ্যে  দ্বন্দ্বের ইতিহাস 

ইজরাইল ও ফিলিস্তিন  যে জায়গায় অবস্থিত সে জায়গায় জেরুজালেম নামে একটি স্থান আছে। সেই স্থানটি মুসলিম, খ্রিষ্টান, ইহুদি  সবার কাছেই  পবিত্র স্থান। তবে জেরুজালেমে খ্রিস্টানদের কোনো জায়গা নেই। এই জেরুজালেমকে নিয়ে মুসলিম আর ইহুদিদের মধ্যে মূল বিবাদ। বিবাদটি হলো জেরুজালেম মুসলিমদের দখলে থাকবে, নাকি ইহুদিদের দখলে থাকবে। আর এখান থেকেই মূল দ্বন্দ্বের  সৃষ্টি। দ্বন্দ্বটা শুরু হয় ১৯৪৮ সালে, যখন ইহুদিরা ইজরাইল কে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়।

তবে মূল ইতিহাস জানতে হলে আমাদের আরও পিছনের কিছু ইতিহাস জানতে হবে। ১৮৭৮ সালে অটোমান শাসনামলে  ৮৭% মুসলিম,১০% খ্রিস্টান, মাত্র ৩% ছিল ইহুদি। তখন মুসলিম আর ইহুদিরা  শান্তিপূর্ণ ভাবেই বসবাস করতো। কিন্তু ১ ম বিশ্ব যুদ্ধ সংগঠিত হবার পূর্বে সংখ্যালঘু ইহুদিরা বিভিন্ন দেশে অত্যাচারিত হচ্ছিলো।ইহুদিদের বসবাসের জন্য কোনো দেশ ছিল না।একমাত্র অটোমান সম্রাজ্যে ৩% ইহুদিরা ভালভাবে বসবাস করতো। 

১৮৯৭ সালে ইহুদি জার্নালিস্ট Theodor Herzt দুনিয়ার সামনে ZIONISM এর কনসেপ্ট তৈরি করে। যে কনসেপ্ট ছিল ইহুদিরা নিজেদের একটা দেশ তৈরি করবে, যার নাম হবে ইজরাইল। এই কনসেপ্ট বাস্তবায়নের জন্য ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা অটোমান সম্রাজ্যে জায়গা কিনে বসবাস শুরু করে।

১৯১৪ সালে ১ম বিশ্ব যুদ্ধ সংগঠিত হয়।অটোমান এম্পায়ার ব্রিটিশদের ৷ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯১৫ সালে  ব্রিটেন মক্কার শাসক শরিফ হোসেনকে কথা দেয় অটোমান সম্রাজ্যের বিরুদ্ধে     সাহায্য করার বদলে তারা পুরো আরব বিশ্বে  শরিফ হোসেন এর শাসন কায়েম করবে। ১৯১৬ সালে তারা ফ্রান্সকে কথা দেয় অটোমান সম্রাজ্য জিতে নিতে পারলে তারা নিজেদের মধ্যে ভাগ করে নিবে।

No comments:

Post a Comment